শুভেচ্ছা বার্তা।। শার্শা উপজেলার পরিচিত মুখ ন্যায়পরায়ন কলম সৈনিক,আমাদেরবাংলাদেশ. কমের বিশেষ প্রতিনিধি আসাদুর রহমানের একমাত্র কন্যা বুসরাত জাহান আরিশা’র ১০তম শুভ জন্মদিনে আমাদেরবাংলাদেশ.কমের পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা। আরিশা’র আজ শুভ জন্মদিনে রইলো অফুরন্ত ভালোবাসা।
এসেছে জন্মদিন এক বছর পরে,দোয়া করি হৃদয় থেকে মন ভরে,সারা জীবন থেকো যেন হাসি মুখে,জন্মদিনের শুভেচ্ছা জানাই তোমায়,এবার হাসি মুখে গ্রহণ কর হৃদয়ের তরে। আরিশা’র শুভ জন্মদিনে,দোয়া করি ক্ষনে ক্ষনে,খুশি আজ মনে মনে। আকাশ প্রাণে আজই,হাসি উজ্জল মুখ,আরিশা’র হাসি দেখে আমি,পাই যে খুজে সুখ। তোমার সব ইচ্ছে গুলো পূরণ হোক জীবনে সফল হোক। কোনো বাধা বিপত্তি যেন তোমায় স্পর্শ করতে না পারে এই কামনায় করি মামনি। আবারো জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন শুভ জন্মদিন।
সোমবার (২৯ নভেম্বর) বিকাল পাঁচ টার সময় মোমবাতি জ্বালিয়ে ও কেক কেটে তার শুভ জন্মদিন পালন করা হয় তার নিজ বাড়িতে।
এ সময় বুসরাত জাহান আরিশার সাথে ছিলেন তার মা সুরাইয়া পারভীন,তার বাবা সাংবাদিক আসাদুর রহমান,তার বান্দুবীরা সহ পরিবারের অন্যান্য লোকজন। বুসরাত জাহান আরিশার এই শুভ জন্মদিনে তার দীর্ঘায়ৃু কামনা ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন শার্শা প্রেসক্লাবের সাধারণ সমাপাদক ইয়ানুর রহমান.সাংগঠনিক সম্পাদক দৈনিক জনতা পত্রিকার বেনাপোল প্রতিনিধি সাংবাদিক ওসমান গণি,দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক আব্দুর রহমান,বিবিএস নিউজ ২৪ এর সম্পাদক সেলিম আহমেদ,দৈনিক প্রজন্ম একাত্তর পত্রিকার শার্শা প্রতিনিধি সাংবাদিক ইকরামুল ইসলাম প্রমুখ।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু