আমাদেরবাংলাদেশ ডেস্ক।।ধামরাই প্রেসক্লাবের সহ-সভাপতি ও বেসরকারী টিভি চ্যানেল বিজয় টিভির সাংবাদিক জুলহাস উদ্দিনকে হত্যাকান্ডের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রামবাসী।এসময় এই হত্যাকান্ডে সাথে জড়িত সকল অপরাধীদের গ্রেপ্তারের দাবী জানান তারা।
বুধবার ( ০৯ সেপ্টেম্বর) দুপুরে ধামরাই উপজেলার বারবাড়িয়া বাস স্ট্যান্ডে গাংগুটিয়া ইউনিয়নের ৫শতাদিক মানুষ এ মানববন্ধন কর্মসূচী পালন করে। এতে নিহত জুলহাস উদ্দিনের স্ত্রী, ছেলে, মেয়ে ও চার বোন অংশ গ্রহন করেন।এদিকে জুলহাস হত্যাকান্ডে আটক শাহীন ও মোয়াজ্জেম আদালতে স্বীকারোক্তি মূলক জবান বন্দী দিয়েছে।
এঘটনায় নিহতের বোন রিনা আক্রার ৫ জনকে আসামী করে ধামরাই থানায় মামলা দায়ের করেন। ঘটনার সাত দিন পার হয়ে গেলেও বাকী তিন আসামি গ্রেফতার করতে পারে নাই ধামরাই থানা পুলিশ।এসময় মানবন্ধনে অংশগ্রহনকারীরা, এই হত্যাকান্ডের জড়িতের দ্রুত শাস্তির দাবী জানানো হয়।পাশাপাশি এই হত্যাকান্ডে পলাতক তিন আসামি সহ ইন্ধনদাতা ও আর যারা জড়িত আছে তাদের গ্রেপ্তার দাবী জানান।
তা না হলে আরও কঠোর কর্মসূচির ডাক দিবেন বলে জানান তারা।প্রসঙ্গত, গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ধামরাইয়ের বারবাড়িয়া বাসস্ট্যান্ডে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয় সাংবাদিক জুলহাস উদ্দিনকে। এসময় দুই হত্যাকারীকে স্থানীয় আটক করে পুলিশে সোপার্দ করে।
আমাদেরবাংলাদেশ/আরাফাত
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম