ইমরান হোসেন, নিজস্ব প্রতিবেদক: কেশবপুর নিউজ ক্লাবের সদস্য সাংবাদিক শফিকুল ইসলাম অপু’র অকাল মৃত্যুতে কেশবপুর নিউজ ক্লাব সহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শফিকুল ইসলাম অপু গতকাল বৃহস্পতিবার বিকাল চার টায় হাসানপুর হাফিজিয়া মাদ্রাসা মসজিদে আছরের নামাজ পড়তে গেলে হঠাৎ মসজিদের সামনে পড়ে যান, সেখান থেকে তাকে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন যাবত হার্টের সমস্যায় ভুগতেছিলেন।
শফিকুল ইসলাম অপু, বুড়িহাটি গ্রামের মোঃ মশিয়ার রহমানের একমাত্র পুত্র । মৃত্যুকালে তিনি দুই ছেলে সন্তানসহ তার গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকাল ১০ টায় বুড়িহাটি মহিলা দাখিল মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় শরিক হোন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ, এম, আমির হোসেন।
কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ , মোঃ সেলিম রেজা, মোঃ আবুল কালাম আজাদ , মোঃ মোস্তাফিজুর রহমান মিন্টু, মোঃ শাহজাহান কবীর, দপ্তর সম্পাদক মোঃ আবু সালেহ মাসুদ হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ ইমরান হোসাইন, সহ প্রচার সম্পাদক মোঃ আব্দুর রহমান রকি প্রমুখ। জানাজা শেষে মহান আল্লাহর দরবারে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।