প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১২:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০১৯, ৪:২৯ অপরাহ্ণ
সাকিবের নিষেধাজ্ঞায় ব্যাথিত জবির শিক্ষক-শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি: ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান নিষেধাজ্ঞা পাওয়ায় মর্মাহত জবির শিক্ষক শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১ টায় জবি শান্তচত্তরে ‘Love You Sakib’ সম্বলিত প্ল্যাকার্ড হাতে অবস্থান করে শোক পালন করেন। তিন দফায় জুয়াড়িদের প্রস্তাব পাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানানোয় মঙ্গলবার সন্ধ্যায় সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার কথা জানায় আইসিসি। তবে আগামী এক বছরের মধ্যে আর কোনো বিধি না ভাঙলে পরের বছরের শাস্তি স্থগিত থাকবে।

এদিকে সাকিবকে হারিয়ে সারাদেশে নেমে এসেছে শোকের ছায়া, কেউ প্রকাশ্যে কেউ বা ফেসবুকে লিখছেন তাদের মনের ব্যাথা। ‘সাকিব ছাড়া বাংলাদেশ ক্রিকেট আর ইলিশ ছাড়া পহেলা বৈশাখ যেন একেবারেই বেমানান।’জবি মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. শামীমা বেগম বলেন সাকিবের জন্য ভালোবাসা রইলো, সাকিব আমার আমাদের মাঝে দ্রুত ফিরে আসুক, সেই অপেক্ষায় রইলাম।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম