জাহাঙ্গীর আলম রাজু।। যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের নির্দেশে,করোনার প্রাদুর্ভাব দূরীকরণের জন্য সব ধরনের সামাজিক কার্যক্রম বন্ধের পাশাপাশি অবাধে বেড়ানো নিষিদ্ধ করা হয়েছে । ফলে বিপাকে পড়েছেন ভিক্ষুক ও খাবার হোটেলের উচ্ছিষ্ট চেয়ে খাওয়া ছিন্নমূল মানুষগুলো। সাগরদাঁড়ী ইউনিয়নে ওই সমস্ত ভিক্ষুক ও ছিন্নমূল মানুষের হাতে খাদ্যসামগ্রী পৌছে দিয়েছেন নিজস্ব উদ্যোগে তাদের পাশে দাড়িয়েছেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম।
(মঙ্গলবার (৭ই এপ্রিল) সাগরদাঁড়ী ইউনিয়নে নিজস্ব অর্থায়নে ২ হাজার ৫ শত পরিবারের মাঝে চাল, ডাল, পেয়াজ, রসুন ও তেল বিতরণ করা হয়। অন্য এলাকার নিম্ন আয়ের লোকজনকে পর্যায়ক্রমে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হবে বলে,উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান ও সেনাবাহিনীর ক্যাপ্টেন ফাহিম, আমাদেরবাংলাদেশ.কমকে বলেন,করোনাভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনা জনগনের কাছে পৌছে দেয়া ও বাস্তবায়ন করা আমাদের প্রধান কাজ। পাশা পাশি এই দুর্যোগ মোকাবেলায় দরিদ্র মানুষের পাশে সমাজের বিত্তবানদের সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করছি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম ও কেশবপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা এ সময় আমাদেরবাংলাদেশ.কমকে বলেন, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে সরকারি নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে, অসহায়, গরীব, দিনমজুর পরিবারের সদস্যদেরকে বাঁশবাড়িয়া বাজারে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত বলেন, অ-ভাবী পরিবারের তালিকা করা হলেও যারা লজ্জায় ত্রাণ নিতে আসেনি, গোপনে লোক মারফত আমি তাদের বাসায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি ইনশাল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক,এসময় তিনি সাংবাদিকদের বলেন-মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি অসহায়দের সাহায্য পাশে দাড়িয়েছি। সমাজে বিত্তবানদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানিয়েছি, বিশ্বের এমন করুণ পরিস্থিতি মানুষের পাশে না দাড়ালে আল্লাহর কাছে ঋণী থাকবে সবাই বলেও তিনি জানান
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম