জি এম আবু হাসান, শ্যামনগর সাতক্ষীরা:
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার দুর্যোগে ঝুকিঁপুর্ন গাবুরা ইউনিয়ন থেকে আগত ২০০ অনাথ, ছিন্নমুল ও পিতামাতাহারা দুস্থ পরিবারের শিশুর মাঝে ( ২৯ অক্টোবর২০১৯), রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় ব্রতীর শিশু সুরক্ষা প্রকল্প অফিস বুড়িগোয়ালিনী, শ্যামনগর, খাদ্য ও পুষ্টি বাবদ টাকা প্রদান করা হয়। মার্চ ২০১৯ মাসে প্রকল্পের কাজ শুরু হওয়ায় মার্চ থেকে মে ২০১৯ তিন মাসের জন্য প্রতি পরিবারে ১৮০০ টাকা করে প্রদান করা হয়। প্রতিমাসে ৬০০ টাকা করে ৩ বছর এ টাকা প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকির হোসেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার, আলহাজ্ব জ্বি এম মাছুদুল আলম ,
চেয়ারম্যান ১২ নং গাবুরা ইউনিয়ন পরিষদ, মাস্টার আব্দুর রহিম ইউ,পি সদস্য গাবুরা ৬ নং ওয়ার্ড, শেখ আজিজুল ইসলাম ইউ,পি সদস্য গাবুরা ৯ নং ওয়ার্ড। মাইকেল মনিষ সাহা একাউন্টস এন্ড এডমিন অফিসার ,হিসাব সংরক্ষক ব্রতী ঢাকা, মোঃ সাইফুর রহমান এডমিন অফিসার মোঃ মনিরুল ইসলাম সুপারভাইজার , মোঃ আবু তালেব , মোসাম্মৎ মুসলিমা খাতুন এনিমেটর ব্রতী শিশু সুরক্ষা প্রকল্প বুড়িগোয়ালিনী অফিস। উল্লেখ্য নর্থ আমেরিকান বাংলাদেশী ইসলামিক কমিউনিট(NABIC) এর অর্থায়নে গাবুরাতে ব্রতী সমাজ কল্যাণ সংস্থার শিশু সুরক্ষা প্রকল্প ৩ বছর মেয়াদী শিশুর খাদ্য পুষ্টির টাকা, পোষাক ও চিকিৎসাসহ মানবাধিকার সংরক্ষনে গণক্রিয়া গবেষণার কাজ বাস্তবায়ন করছে ।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম