নিজস্ব প্রতিবেদক।। সাতক্ষীরায় করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত প্রথম সুস্থ হওয়া করোনা রোগী জনাব মাহমুদুল হাসান সুমনকে ফুল দিয়ে শুভেচ্ছা ও উপহার সামগ্রী দিয়েছেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
শুক্রবার তার লকডাউন করা বাড়িটিতে তাকে ফুল ও উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন এবং সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ।
এর আগে, গত ১৩ ও ১৪ মে পরপর দু’টি টেস্ট রিপোর্ট নেগেটিভ আসাতে মাহমুদুল হাসান এর বাসার লকডাউন খুলে দেওয়া হয় এবং লাল পতাকা নামিয়ে ফেলা হয়।
উল্লেখ্য গত ২৫ এপ্রিল যশোরের শার্শায় কর্মরত মেডিকেল টেকনিশিয়ান মাহমুদুল হাসান সুমনের করোনা পরীক্ষার নমুনা পাঠানো হলে ২৬ এপ্রিল তিনি করোনা তার করোনা পজেটিভ হয়।
তখন মাহমুদুল হাসান উত্তর কাটিয়া সাতক্ষীরায় তার বাসাতে অবস্থান করায় সাথে সাথে সাতক্ষীরা জেলা পুলিশ উত্তর কাটিয়ায় অবস্থিত তার বাসাটি লকডাউন করে এবং তিনি বিভিন্ন সময় যে সমস্ত ব্যক্তিদের সংস্পর্শে গিয়েছিলেন এবং যারা তার দ্বারা সংক্রমিত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল এমন পাঁচটি বাসা ( রাজনগর, লাবসায় অবস্থিত) লকডাউন করে।