ঢাকা।। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে ২ এপ্রিল পর্যন্ত ঘোষিত সাধারণ ছুটির মধ্যেও ব্যাংক খোলা থাকবে। তবে লেনদেনের সময় কমিয়ে আনা হয়েছে ব্যাংক চলবে দুপুর দেড়টা পর্যন্ত, তবে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
আজ (মঙ্গলবার) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সকল ব্যাংকে এই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
লেনদেনের ক্ষেত্রে অনলাইন ব্যবস্থাকে উৎসাহিত করা হয়েছে; এজন্য এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখতে বলা হয়েছে। অনলাইন সুবিধার বাইরে শুধু নগদ জমা ও উত্তোলনের শাখা এবং শুধুমাত্র জরুরী বৈদেশিক লেনদেনের জন্য এডি শাখা খোলা রাখতে বলা হয়েছে এবং ব্যাংক চলাকালে ব্যাংক কর্মীদের প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নির্দেশ দেয়া হয়েছে।