আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সম্প্রতি ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ সিনেমায় অভিনয়ের জন্য পার্শ্ব অভিনেতা চরিত্রে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস জিতেছেন ব্র্যাড পিট।
পুরস্কারের মঞ্চে মজার মজার কথা বলে সবাইকে মাতিয়ে রাখেন তিনি। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, নায়কের কথা শুনে উল্লাস করছেন সাবেক স্ত্রী অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন।
শোনা যাচ্ছে, ‘ফ্রেন্ডস’-খ্যাত নায়িকাকে ওই অনুষ্ঠানে বিয়ের প্রস্তাব দিয়েছেন পিট। আঙুলে পরিয়ে দেন ১২ লাখ ডলার দামের আংটি।
হলিউড ম্যাগাজিন ইনটাচকে একটি সূত্র জানায়, অ্যানিস্টন কখনো ভাবেননি পিট আবার তাকে প্রস্তাব দেন। পিটও ভাবেননি অ্যানিস্টন তাকে ‘হ্যাঁ’ বলবেন। কিন্তু ঘটনাটি ঘটে গেছে। এমনও বলা হচ্ছে, নায়িকার পরিবারের সঙ্গে সম্প্রতি দেখা করেছেন ‘ট্রয়’ অভিনেতা। শিগগিরই তারা বিয়ে পিঁড়িতে বসবেন।
এমন খবরে দুই তারকার ভক্তদের উচ্ছ্বাস থামছেই না। বছরখানেক ধরে ব্র্যাড পিট ও জেনিফার অ্যানিস্টনকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। এবার বুঝি কিছু একটা হলো! তবে বিষয়টি পুরোপুরি উড়িয়ে দিলেন অ্যানিস্টনের মুখপাত্র। জানালেন, তারা ভালো বন্ধুর চেয়ে বেশি কিছু নন।
শেষবার জেনিফার অ্যানিস্টনের বড়দিনের পার্টিতে দেখা যায় ব্র্যাড পিটকে। এর আগেও একাধিকবার তারা একান্তে সময় কাটান। অতীতের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেন পিট। কিন্তু সম্পর্ককে বৈবাহিক ভিত্তি দেওয়ায় তাদের আর আগ্রহ নেই। ভালো বন্ধুই থাকতে চান।
দুই তারকার পাঁচ বছরের সংসার ভাঙে ২০০৫ সালে। এরপর অ্যাঞ্জেলিনা জোলিকে বিয়ে করেন ব্র্যাড পিট। অন্যদিকে, জাস্টিন থেরক্সকে বিয়ে করেন জেনিফার অ্যানিস্টন। বর্তমানে তারা একা আছেন।
আ/রিফাত
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম