আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সাংবাদিক নিয়োগের নামে টাকা হাতিয়ে নেয়া ও প্রতারণার অভিযোগে সাভারে নিউজটিভিবাংলা নামে একটি ভুয়া অনলাইন টিভি চ্যানেলের অফিসে অভিযান চালিয়েছে র্যাব-৪ এর একটি দল।
এসময় অফিস থেকে আটক করা হয়েছে অনলাইন টিভি চ্যানেলটির প্রধান ও প্রতারক দিদারুল ইসলাম দিদারসহ মোট ৪ জনকে। এদের মধ্যে দুই জন নারীও রয়েছে। এছাড়া অফিসে তল্লাশী চালিয়ে প্রতারণার ৯০ হাজার টাকা, ইয়াবা, বিদেশী মদও পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব।
শনিবার (০৫ সেপ্টেম্বর) রাতে সাভারের হেমায়েতপুরের মোল্লা মার্কেটের তৃতীয় তলায় ওই ভুয়া অনলাইন টিভি চ্যানেলের অফিসে অভিযান চালায় র্যাব-৪। আটককৃতরা হলো: দিদার, আসমা রিতু, ওয়াশিম হোসেন ও মাহাবুবা বেগম।র্যাব-৪ এর মিরপুর ক্যাম্পের সিনিয়র এএসপি উনু মং জানান, দীর্ঘ দিন ধরে প্রতারক দিদার ও তার সহযোগীরা সাভারের হেমায়েতপুরে একটি অফিস ভাড়া নিয়ে সাংবাদিকতার নামে জিম্মী করে চাঁদাবাজি ও মানুষের সাথে নানাভাবে প্রতারণা করে আসছিল।
শুধু তাই নয়, চক্রটি দেশের বিভিন্ন জেলায় প্রতিনিধি নিয়োগের নাম করেও টাকা হাতিয়ে নিত বলে অভিযোগ ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে প্রতারক দিদারের মালিকানাধীন অবৈধ ও ভুয়া অনলাইন টিভি চ্যানেল নিউজটিভিবাংলার অফিসে অভিযান পরিচালন করা হয়। অভিযান থেকে বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় প্রতারক দিদারসহ ৪ জনকে আটক করা হয়।
এসময় অফিসে তল্লাশি চালিয়ে বেশ কিছু ইয়াবা ও বিদেশী মদ পাওয়া যায়। পাশাপাশি জব্দ করা হয় অফিসে ব্যবহৃত কম্পিউটার, মনিটর ও ল্যাপটপ।আটকদের বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে র্যাব। এদিকে, র্যাবের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছে প্রথম সারির গণমাধ্যমের সাভারে কর্মরত সাংবাদিকরা।
আমাদেরবাংলাদেশ/আরাফাত
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম