আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সাভারে দুস্থ্য,গরীব, অসহায় ও ছিন্নমূল শিশুদের জন্য নিজের ইচ্ছে মতো বিনামূল্যে ঈদ বাজারের আয়োজন করেছে সাভার উপজেলার তেঁতুলঝড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর।
বুধবার (২০শে মে) দুপুরে উপজেলার তেঁতুলঝড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর এই ব্যতিক্রর্মী ঈদ বাজারের আয়োজন করেন।
এসময় বিনামূল্যে ঈদ বাজারে আসা নাছিমা জানান, নিজের পছন্দ মতো কাপড় ,জুতা নিয়েছেন এবং ঈদের জন্য সেমাই, তৈলসহ বিভিন্ন খাদদ্রব্য নিয়েছেন বলেও জানান তিনি ।
এবিষয়ে তেঁতুলঝড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর আমাদেরবাংলাদেশ.কমকে জানান, দুস্থ্য,গরীব, অসহায় ও ছিন্নমূল শিশুদের ঈদের দিন যাতে ভালো কাটে সেই জন্য এই বাজারের আয়োজন করেছি। এখানে বিনামূল্যে সবাই যার যার মত বাজার করতে পারবে এবং বাজারে নতুন জামা, জুতা থেকে শুরু করে বিভিন্ন খাবার রয়েছে বলেও জানান তিনি।