নিজস্ব প্রতিবেদক।। সাভারে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসুচীর মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১১ টার সময় জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন,ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী-লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মঞ্জুরুল আলম রাজীব ও উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।
সাভার থানা পুলিশ ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। পরে পুলিশ,আনসার,রোভার স্কাউট ও গার্লস গাইডসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের ছাত্র ছাত্রীরা কুচকাওয়াজে অংশ নেন।
এছাড়াও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী-লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম,সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মঞ্জুরুল আলম রাজীব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ কুচকাওয়াজ পরিদর্শন করেন ও সালাম গ্রহণ করেন।
এ সময় প্যারেড পরিচালনা করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) রাফাত। কুচকাওয়াজ শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। পরে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণের মাধ্যমে কুচকাওয়াজ ও ডিসপ্লে এই দুই বিভাগে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন,সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গনি,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইসলাম নূর,সাভার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাইয়ুম বাঙালিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,শিক্ষক এবং সর্বস্তরের জনগণ। পরে একই স্থানে জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়।
এবিডি.কম/জাহাঙ্গীর
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম