নিজস্ব সংবাদদাতা।। ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম-কে নাগরিক সংবর্ধনা দিয়েছেন সাভার নাগরিক কমিটি (সনাক)।
শুক্রবার (১লা মার্চ) বিকালে তারাপুর সাভার সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে উক্ত সংবর্ধনা ও আলোচনা সভার কার্যক্রম সম্পন্ন হয়। এছাড়া পবিত্র কোরআন তেলাওয়াতে মধ্যদিয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। পরে ফুলদিয়ে প্রধান অতিথি সহ আমন্ত্রিত সকল অতিথিদের শুভেচ্ছা জানানো হয়।
এ সময় সাভার নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড.রফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নঈম এর সঞ্চালনায় অতিথি হিসেবে ছিলেন,সাবেক প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মুহাম্মদ সাইফুল ইসলাম এমপি সাভারের নাগরিক কমিটির নেতৃত্বদান কারী সকল-কে সুশিক্ষিত ও সমাজ আলোকিত করার বিষয়ে তাদের বক্তব্য-কে মুল্যায়ন করে বলেন,আমিও আপনাদের সমাজের উন্নয়নের স্বার্থে যৌক্তিক দাবী বাস্তবায়নে সর্বাত্বক সহযোগিতা করবো।
এসময় তিনি গত ২৯ তারিখে বেইলী রোডের কাচ্চি ভাইয়ের রেষ্টুরেন্টে অগ্নকান্ডে মৃত্যুবরন-কৃত ৪৬ জনসহ অগ্নিদগ্ধদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি আরও বলেন,সাভারের স্থানীয়দের কর্ম-সংস্থানের বিষয়ে সরকারী প্রতিষ্ঠানের প্রয়োজনে জমি অধিকরন করেছে ঠিকই তবে চাকুরী বিষয়ে কোটা প্রদ্ধতি চালুর দাবী যৌক্তিক বলে অভিমত প্রকাশ করেন এছাড়া বাহির থেকে আসা শিল্প প্রতিষ্ঠানের মালিকদের প্রতি তারা নিজেরা ১৫-২০ টি করে প্রতিষ্ঠান গড়ে তুললেও অর্থনৈতিক ভাবে উন্নয়ন হলেও কৃষি জমির পরিমান দিন দিন কমে যাচ্ছে সে-কারনে স্থানীয় বেকার যুবক ও সাধারন মানুষের ব্যবসা-বাণিজ্যের সুযোগ দেওয়া যৌক্তিক বলে উল্লেখ করেন।
এছাড়াও সাভারের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মঞ্জুরুল আলম রাজীবের পক্ষে ভোট দিতে আহবান জানান।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব ও সাভার পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল গণি।
এসময় আরও উপস্থিত ছিলেন,ঢাকা জেলা যুবলীগের নব-নির্বাচিত আহবায়ক জিএস মিজান,পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ দেওয়ান,ঢাকা জেলা (উত্তর) সেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ আহমেদ,সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরী সুমি,সাভার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল আওয়াল,শিল্পপতি আলহাজ্ব আঃ রশীদ,জেলা পরিষদের সাবেক সদস্য হাজী ইমতিয়াজ উদ্দিন, মানবাধিকর নেত্রী পারভীন ইসলাম,বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজন, সাভার উপজেলা আ.লীগের উপ-দপ্তর সম্পাদক মিষ্টি চৌধুরী,সাভার পৌর আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটন,৫নং ওয়ার্ড কাউন্সিলর মশিউর রহমান সম্রাট,৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সাত্তারসহ প্রমূখ।
এবিডি.কম/রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম