সারাদেশে গত কয়েকদিনের চলমান মজুরী বেষম্য আদোলনের পর মন্ত্রীসভার ঘোষিত নতুন মজুরী কাঠামোর একদিন পর শ্রমিকরা সুষ্ঠুভাবে কাজে যোগ দিয়েছেন সাভার-আশুলিয়ায় পোশাক শ্রমিকরা। ইতিমধ্যেই মন্ত্রসভার ঘোষিত নতুন গ্রেডের মজুরী মেনে নিয়েছে গার্মেন্টস ফেডারেশনগুলো। যেকোন ধরনের পরিস্থিতির মোকাবেলায় পুলিশও নিয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা।
এদিকে সকালে আশুলিয়ায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ইউনিক, জামগড়া, বেরন, ও নরসিংহপুর এলাকার এশিয়া নীট ওয়্যার লিঃ জামগড়ার পলমল,হামিম গ্রুপ, শারমিন গ্রুপ, ও উইনডিসহ সকল কারখানার শ্রমিকরা কাজে যোগদান করতে দেখা গেছে।
এদিকে, সাভার ও আশুলিয়ার যে সকল কারখানা শ্রমিক আন্দোলনের মুখে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেছিল তারাও সকালে তাদের কারখানা খুলে দিয়েছে।
কারখানা কর্তৃপক্ষ জানান, মঙ্গলবার সকালে শ্রমিকরা আনন্দিত হয়ে কারখায় যোগ দিয়েছেন। কোন প্রকার দিধা বা আন্দোলনের ফলে মালিক ও শ্রমিকদের মধ্যে দুরত্বের সৃষ্টি হওয়ার কোন কারন নেই। সকালে শ্রমিকরা দলে দলে কারখানায় যোগ দেয়ায় কারখানার মালিক ও শ্রমিক উভয়ই আনন্দিত।
এব্যাপারে পোশাক শ্রমিকদের নেতারা জানান, দীর্ঘ ৮ দিন আন্দোলন করার পর শ্রমিকদের বেতন বৃদ্ধি হয়েছে। কারখানা কর্তৃকপক্ষ সরকার ঘোষিত শ্রমিকদের বেতন কাঠামো মেনে নেয়ায় সরকার ও মালিক পক্ষকে শ্রমিক ও শ্রমিক নেতৃবৃন্দ ধন্যবাদ জানান।
এদিকে সাভার ও আশুলিয়ার বাড়ি ওয়ালারা জানিয়েছে, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তারা আগামী দুই বছর কোন বাড়ী ভাড়া বৃদ্ধি করবে না।
শিল্প পুলিশ ১ সুত্রে জানা যায়, সাভার ও আশুলিয়ার সকল কারখানায় উৎপাদন অব্যাহত রয়েছে। কোথাও কোন প্রকার অপ্রিতীকর ঘটনা নেই। তবে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। যাতে কোন দুষ্ট চক্র কোন প্রকার ঝামেলার সৃষ্টি করতে না পারে। পুলিশের গাড়ি মহা সড়কগুলোর বিভিন্ন স্থানের অতিরিক্ত মানুষের ভীড় যাতে না থাকে সে লক্ষ্যে কাজ করছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম