নিজস্ব প্রতিবেদক।। সাভারে গ্রাম পুলিশকে সাইকেল বিতরণ চেয়ারম্যানেরসাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশদের দায়িত্ব পালনে যাতায়াত নির্বিঘ্ন করতে গ্রাম পুলিশদে বাইসাইকেল উপহার দিয়েছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর।
আজ (রবিবার) বিকেলে ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশদেরকে বাইসাইকেল উপহার দেন তিনি।
সাইকেল পেয়ে গ্রাম পুলিশ সদস্যরা জানান, করোনার ভাইরাসের এ সময়ে চেয়ারম্যানের এ উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর বলেন, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশরা যাতে সময় মত উনিয়ন পরিষদে এসে দায়িত্ব পালন করতে পারেন তার জন্য বাইসাইকেল দেওয়া হয়েছে। এছাড়া এ ইউনিয়নের বিভিন্ন আনাছে-কানাছে যারা মাদক ব্যবসা করেন বা মাদক সেবন করেন তাদের তথ্য সহজেই গ্রাম পুলিশরা গিয়ে যাতে প্রশাসনকে জানাতে পারেন সেজন্য সকল গ্রাম পুলিশদের কে নির্দেশ দেওয়া হয়েছে।
এসময় এলাকার আরও গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম