সাভার প্রতিনিধি:
ঢাকার সাভারে এবার চলন্ত বাসে ধারালো অস্ত্র ব্যবহার করে এক দম্পতিকে গুরুতর আহত করে মালামাল লুটে নিলো দুর্বৃত্তরা। শনিবার (১৯ জানুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রিজ এলাকায় এঘটনা ঘটে বলে জানা গেছে।
এব্যাপারে ছিনতাইয়ের শিকার মহুয়া আক্তারের কাছ থেকে জানা গেছে, তার স্বামী মো. হাসানুজ্জামানকে নিয়ে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে সাভারের উদ্দেশ্যে একটি বাসে রওনা হন তিনি। পরে বাসটি হেমায়েতপুর পার হলে বাসে থাকা হেলপারসহ আরও ৩/৪ জন দুর্বৃত্ত চলন্ত বাসের ভিতরেই ধারালো অস্ত্র দিয়ে ভুক্তভোগী মহুয়া আক্তার ও তার স্বামী মো. হাসানুজ্জামানকে এলোপাথারি আঘাত করে।
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে সাভার মডেল থানার চামড়া শিল্প পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক এস আই মোঃ আফজাল হোসেন জানান, আজ (শনিবার) সাভার মডেল থানায় যাওয়ার পথে পথিমধ্যে রাস্তায় রক্তাক্ত অবস্থায় দু’জন নারী-পুরুষকে দেখতে পেয়ে উদ্ধার করি। পরে চিকিৎসার জন্য আহতদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তবে দুর্বৃত্তদের আটকের বিষয়ে তিনি জানান, বাসটি উদ্ধার এবং অভিযুক্তদের ধরতে সড়কে বসানো সিসিটিভি থেকে ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে এবং অতি দ্রুত অভিযুক্তদের আটক করা হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম