সাভার থেকে মোঃ আরিফ মন্ডল:সাভারে ছেলে ধরা সন্দেহে স্বামী-স্ত্রীকে গণধোলাই দিয়েছে উত্তেজিত এলাকাবাসী।পুলিশ তাদেরকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।সোমবার বিকেলে সাভার পৌরসভা এলাকার রাজাবাড়ি মহল্লায় এ ঘটনা ঘটে।আটককৃতরা হলেন, রনি মিয়া (২৩) ও তার স্ত্রী বিলকিস খাতুন (২০)।
তারা রাজবাড়ি জেলার গোদাগাড়ী থানার সাহেববাজার গ্রামে বাসিন্দা। তারা সাভার পৌর এলাকার রাজাবাড়ির মহল্লার বাসিন্দা আমিনুল ইসলামের বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।
এলাকাবাসী জানা যায়,নিজ ভাড়া বাড়িতে সোমবার দুপুরে প্রতিবেশী ভাড়াটিয়া রুমি আক্তার নামের এক তরুণীকে মুখ চেপে ধরে এনার্জি ড্রিংকসের সাথে অজ্ঞান করার ঔষধ গুলিয়ে খাওনোর চেষ্টা করেন ওই দম্পতি।পরে ওই তরুণী ছেলে ধরা সন্দেহে ডাক-চিৎকার দিলে এলাকাবাসী একজোট হয়ে স্বামী-স্ত্রীকে গণধোলাই দেয়।
পরে সাভার মডেল থানা পুলিশ খবর পেয়ে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে। এবিষয়ে সাভার মডেল থানার এস আই নাজমুল ইসলাম বলেন, প্রথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটক স্বামী-স্ত্রী ছেলে ধরা নয়। তারা অজ্ঞান পার্টির সদস্য। বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে ভাড়াটিয়াদের অজ্ঞান করে স্বর্ণ ও টাকা পয়সা লুটপাট করাই তাদের কাজ। এঘটনায় বাড়ী মালিক আমিনুল ইসলাম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।