মোঃ আরিফ মন্ডল বিশেষ প্রতিনিধি : সাভার অধর চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় ট্রাইবেকারে তেঁতুলঝোড়া ইউনিয়ন কে ৪-৩ গোলে পরাজিত করে স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্ট এর এই ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন- সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব,সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবকলীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ উজ্জ্বল, ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব আব্দুল লতিফ মণ্ডল সাধারণ সম্পাদক জনাব মতিউর রহমান মতি প্রমুখ।