নিজস্ব সংবাদদাতা।। সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় দীপ্ত টিভির ভিডিও এডিটর সাংবাদিক কামরুজ্জামান রতন নিহত হয়েছেন। রোববার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার তালবাগ থেকে অফিসে যাওয়ার পথে সাভারের ব্যাংক টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
উক্ত বিষয়ে রতনের সহকর্মী দীপ্ত টিভির সাভার প্রতিনিধি আব্দুল হালিম বলেন,প্রতিদিনের মত আজ সকালে বাসা থেকে অফিসে যাওয়ার পথে ব্যাংক টাউন এলাকায় একটি ট্রাক তার বাইককে ধাক্কা দেয়। এতে কামরুজ্জামান ভাই ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হন।
তিনি আরও বলেন,কামরুজ্জামান ভাই আমাদের হেড অফিসে ভিডিও এডিটর হিসেবে কাজ করতেন,তবে সাভারের তালবাগ এলাকায় বসবাস করার কারণে মোটরসাইকেল চালিয়ে অফিস করতেন তিনি। এছাড়া আব্দুল হালিম আরও বলেন,সড়-কে বেপরোয়া পরিবহনের কারণে আজ প্রিয় সহকর্মী-কে হারালাম। আর কত প্রাণ গেলে সড়কে শৃঙ্খলা ফিরবে?।
পুলিশ জানায়,প্রাণ হারানো ৫০ বছর বয়সী কামরুজ্জামান রতন ঢাকায় দীপ্ত টিভিতে ভিডিও এডিটর হিসেবে কর্মরত ছিলেন। সাভারের তালবাগ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি।
সাভার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হোসেন বলেন,নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক ট্রাকটি-কে আটকের চেষ্টা চলছে।
এবিডি.কম/শিরিন আলম