নিজস্ব প্রতিবেদক সাভার।। আশুলিয়া থানার বিশমাইল এলাকা থেকে চাপাতি,একটি ছুরি,দুইটি চাকু ও কাঠের বাটযুক্ত ছেনী এবং একটি বাটালিসহ ৬ ডাকাত-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৯ জুন) দুপুরে সময় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এসময় তিনি বলেন,রোববার রাত্র ৯টা ৩০ মিনিটের সময় আশুলিয়া থানার বিশমাইল এলাকা থেকে চাপাতি,একটি ছুরি,দুইটি চাকু ও কাঠের বাটযুক্ত ছেনী এবং একটি বাটালিসহ ৬ ডাকাত-কে আটক করা হয়েছে।
আটককৃত আসামি হলেন (১) ইসহাক মোল্লা (৩৭),পিতা-মৃত ইউসুফ মোল্লা,(২) মো. মিনার হোসেন (২৮),মৃত আলী হোসেন(৩) মো. সোহেল (৩৮) পিতা সোবাহান(৪). সাগর (২০),পিতা সুমন বেপারী(৫) এতিম মো. রায়হান (২৪),(৬) কাজী শরীফ (৩০) পিতা কাজী শাহজাহান থানা-সাভার মডেল,জেলা-ঢাকা।
ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের নেতৃত্বে এসআই মো. সহিদুল ইসলাম এর একটি চৌকষ টিম সঙ্গীয় ফোর্সসহ গতকাল রববার রাত্র ৯টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার বিশমাইল এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে (১) ইসহাক মোল্লা (৩৭),(২) মো. মিনার হোসেন (২৮),(৩) মো. সোহেল (৩৮) (৪). সাগর (২০),(৫) এতিম মো. রায়হান (২৪),),(৬) কাজী শরীফ (৩০) আটক করা হয়।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদের কন্ঠ প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। আটক আসামীদের জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির ঘটনাটি স্বীকার করে। এবং উক্ত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও ডাকাতির ঘটনায় আরো কারা জড়িত আছে সে ব্যাপারে তদন্ত অব্যাহত আছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম