নিজস্ব প্রতিবেদক।। সাভার মডেল থানার তেঁতুলঝোড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিচ ইয়াবা ও ২০ হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৩ মে ) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এসময় তিনি বলেন,গতকাল শনিবার বিকাল ৫টা ৫০ মিনিটের সময় সাভার মডেল থানার তেঁতুলঝোড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিচ ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী- কে আটক করা হয়েছে।
আটককৃত আসামিরা হলেন-(১) মোঃ জাহাঙ্গীর আলম (৫২), পিতা-গোলাম মোস্তফা,গ্রাম-ভরারী জামুর,থানা সাভার বর্তমান ঠিকানা জনতা হাউজিং,তেতুলঝোড়া, সাভার (২) মোঃ কাউছার মোল্লা (২৮),পিতা-মৃত তারা মোল্লা,গ্রাম-বাঘিয়া,থানা ও জেলা মানিকগঞ্জ।
এছাড়া ডিবি পুলিশ জানায়, এস আই মো: আমিনুল ইসলাম এর একটি টিম গতকাল শনিবার বিকাল ৫টা ৫০ মিনিটের সময় সাভার মডেল থানার তেঁতুলঝোড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিচ ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন,ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। আটক আসামীদের জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসায়ীর বিষয়টি স্বীকার করেছে,এসময় আসামির কাছ থেকে ৫০০ পিচ ইয়াবা ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে,এ বিষয়ে সাভার মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
এবিডি.কম/রাজু