নিজস্ব প্রতিবেদক সাভার।। আশুলিয়া থানার নিরিবিলি এলাকা থেকে ৫০০ ইয়াবা ও ২৫ গ্রাম হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার ( ১৫ জুন ) বিকাল ৫ টার সময় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এসময় তিনি বলেন,গতকাল বুধবার রাত্র ৮টা ৪৫ মিনিটের সময় আশুলিয়া থানার নিরিবিলি এলাকা থেকে ৫০০ ইয়াবা ২৫ গ্রাম হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়েছে।
আটককৃত আসামি হলেন (১) মোঃ ওবায়দুর রহমান (৪২),পিতা-মৃত আব্দুল বারেক,ঢাকার থানা বনানী
গুলশান জেলা-ঢাকা।
ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের নেতৃত্বে এসআই (নিঃ)মোঃ আমিনুল ইসলাম এর একটি চৌকষ টিম সঙ্গীয় ফোর্সসহ গতকাল বুধবার রাত্র ৮টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার নিরিবিলি এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে (১) মোঃ ওবায়দুর রহমান (৪২), কে আটক করা হয়।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদের কন্ঠ প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীর নামে মামলা করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু