নিজস্ব প্রতিবেদক।। সাভার মডেল থানার রাজাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৪ জুন ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এসময় তিনি বলেন,গতকাল সোমবার রাত ১১টা ৩০ মিনিটের সময় সাভার মডেল থানার রাজাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়েছে।
আটককৃত আসামিরা হলেন-(১) (১) নূর মোহাম্মদ (৪৪),পিতা-মৃত জমত আলী,গ্রাম-আখিতারা নওগা, থানা-সরাইল,জেলা ব্রাহ্মণবাড়িয়া।
এছাড়া ডিবি পুলিশ জানায়,এস আই মো: মাজহারুল ইসলাম ও এসআই মো: ফজলুল হক এর একটি টিম গতকাল সোমবার রাত ১১টা ৩০ মিনিটের সময় সাভার মডেল থানার রাজাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান, পিপিএম স্যার এর নির্দেশে বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। আটক আসামী জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ীর বিষয়টি স্বীকার করেছে,এসময় আসামির কাছ থেকে ৭০ পিচ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে,এ বিষয়ে সাভার মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
এবিডি.কম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম