আবু সাইদ বিশেষ প্রতিনিধি ।। সাভার মডেল থানার শিমুলতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫শত পুড়িয়া হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন। এসময় তিনি বলেন,গতকাল বুধবার সাভার মডেল থানার শিমুলতলা এলাকায় অভিযান চালিয়ে ৫শত পুড়িয়া হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়।
আটককৃত আসামি হলো-(১) মোঃ আকতার (৩৭), পিতা-মৃত আঃ সামাদ,গ্রাম-কায়েতপাড়া,থানা-ধামরাই,জেলা-ঢাকা।
এছাড়া ঢাকা জেলা উত্তর ( ডিবি) পুলিশের এস আই (নিঃ) মোঃ জুয়েল মিয়া এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকম-কে তিনি বলেন ওসি স্যারের নির্দেশে একটি টিম গতকাল বুধবার থানার শিমুলতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫শত পুড়িয়া হেরোইন সহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়েছে ।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকম-তিনি বলেন,ঢাকা জেলার পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব আহম্মদ মুঈদ স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি,জনাব মহরম আলী স্যার এর নির্দেশে বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। আটক আসামী জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ীর বিষয়টি স্বীকার করেছে,এসময় আসামির কাছ থেকে ৫শত পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়েছে,এ বিষয়ে সাভার মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
এবিডি.কম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম