
বজলু রহমান সাভার প্রতিনিধি।। সাভার মডেল থানার জালেশ্বর রেডিও কলোনী এলাকায় অভিযান চালিয়ে ৩০বোতল ফেন্সিডিলসহ ১জন মাদক ব্যবসায়ী-কে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১টার সময় এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জালাল উদ্দীন। এসময় তিনি বলেন গতকাল শনিবার রাত ১১টা ৩০ মিনিটের সময় এসআই (নিঃ) মোঃ মোঃ জুয়েল মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ সাভার মডেল থানার জালেশ্বর রেডিও কলোনী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩০বোতল ফেন্সিডিলসহ ১জন মাদক ব্যবসায়ী-কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি'রা হলো: (১) মোঃ শাহাদাৎ (৩৮), পিতা-শহিদ মোল্লা,মাতা-রোকেয়া বেগম,গ্রাম-কাঠগড়া,থানা-আশুলিয়া,জেলা-ঢাকা।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশেরা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন,ঢাকা জেলার পুলিশ সুপার বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এডহক কমিটি'র সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি মহরম আলী স্যার এর নির্দেশে বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ৩০বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাহাকে আদালতে পাঠানো হয়েছে।
এবিডি.কম/সিয়াম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম