বজলুর রহমান সাভার ।। সাভারে ডিম ব্যবসায়ীর অফিসে ঢুকে চাপাতির ভয় দেখিয়ে ফিল্মি স্টাইলে লুট করা ঘটনায় মুখে রুমাল বাধা সুমন নামে এক অপরাধীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।
শনিবার (৪ নভেম্বর) দুপুরে সাভার মডেল থানা প্রেস ব্রিফিং করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার)। এরআগে,৩ নভেম্বর আসামীকে সমুন ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় সাভার মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী ডিম ব্যবসায়ী নরুল ইসলাম রবিউল।
গ্রেফতার সুমন চাঁদপুরের ফরিদগঞ্জ থানার রাধামার্কেট সাহেববাড়ী গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। বর্তমানে রাজধানীর মোহাম্মদপুরে বসবাস করে। তারা একটি সংবদ্ধ একটি চক্র। তারা সুযোগ বুঝে বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। তাদের বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্যও পেয়েছে পুলিশ।
পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ঘটনার পর থেকে থানা পুলিশ ও ডিবির একাধিক দল অভিযান শুরু করে। এরমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা লুট হওয়া কিছু টাকা। জব্দ করা ছিনতাইয়ে ব্যবহৃত চাপাতি। গ্রেপ্তার আসামী বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ৫ টি মামলা রয়েছে। এ ঘটনায় তারা ৩ জন জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। তাদের সমুনসহ দুইজন চাপাতি নিয়ে ব্যবসায়ীর অফিসে ঢুকে লুটপাট চালায়। তাদের একজন মোটরসাইকেল নিয়ে বাইরে অপেক্ষা করছিল। বাকীদেরও গ্রেপ্তার অভিযান চলছে। এছাড়া গ্রেপ্তার আসামী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, অতিরিক্তি পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবিব খান, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্রা সাহাসহ ডিবি পুলিশের অন্যান্য কর্মকর্তাগন। উল্লেখ্য, গত ১৪ অক্টোবর শনিবার দিবাগত রাত ৩ টার দিকে সাভারের ছায়াবিথী আমতলার মোড়ে ডিম ব্যবসায়ী নরুল ইসলামের অফিসের ঢুকে তাকে অস্ত্রের মুখে জিম্মী করে সুমন ও তার সহযোগিরা প্রায় এক লাখ ৩৬ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
আমাদেরবাংলাদেশ ডটকম /শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম