নিজস্ব প্রতিবেদক, সাভার:
শুক্রবার বিকেলে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে পৌর আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত এক বর্ণঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। আয়োজিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রান ও দূর্যোগ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান প্রথমেই নির্বাচনী প্রচার প্রচারনায় কঠোর পরিশ্রম করে দেশের সর্বোচ্চ ভোটে তাকে নির্বাচিত করায় দলের নেতাকর্মীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়ার আলহাজ¦ আব্দুল গণির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ফিরোজ কবির, যুগ্ম সাধারন সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, সাধারন সম্পাদক আলী হায়দার, যুগ্ম সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আক্তারুজ্জামান কুটি মোল্লা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা। গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে সকলের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম