সাভার প্রতিনিধি: সাভারের হেমায়েতপুরে ধলেশ্বরী নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজের ২০ ঘন্টা পর ১১ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে হেমায়েতপুর এলাকায় ধলেশ্বরী নদীর সিঙ্গাইর ব্রীজের পূর্ব পাশ ভাসমান অবস্থায় ওই শিশুর মৃতদেহটি উদ্ধার করে নিহতের স্বজনেরা। এর আগে রোববার দুপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল সে।
নিহত হলো, ঢাকা জেলার সাভার উপজেলার ফুলবাড়িয়া এলাকার সুমনের ছেলে আলী হোসেন ।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, গতকাল দুপুরে শিশু আলী হোসেন ও তার পাঁচ বন্ধু হেমায়েতপুর এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে যায়। এসময় সিঙ্গাইর ব্রীজের উপর থেকে পানিতে লাফ দেয় তারা। এসময় শিশুটির সঙ্গে থাকা বন্ধুরা তীরে উঠে আসলেও নিখোঁজ রয়ে যায় তার ছেলে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা অনেক খুঁজেও তার সন্ধান পায়নি।
তিনি আরও বলেন, এ ঘটনার পর রোববার সকালে হেমায়েতপুর এলাকার সিঙ্গাইর ব্রিজের পূর্ব পাশে তার ছেলে আলী হোসেন এর লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। সাভার মডেল থানা পুলিশকে অবহিত করলে পুলিশ এসে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে পরিবারের কাছে হস্তান্তর করেন।
এব্যাপাওে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত কর বলেন, ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশুর মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। এঘটনায় অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম