নিজস্ব প্রতিবেদক, সাভার:
২০০৭ সালের জানুয়ারী মাসের গুটি কয়েক ছাত্র নিয়ে সাভারে সাফল্যের সাথে শিক্ষাদান করে আসছে মন্ডল ইন্টারন্যাশনাল স্কুল।বর্তমান সৃজনশীল শিক্ষার ধারাবাহিকতায় এক ধাপ এগিয়ে স্বনামধন্য এ স্কুলটি।প্রযুক্তির সাথে তাল মিলিয়েও চলছে শিক্ষাদান ব্যবস্থা
বর্তমানে এ স্কুলের সাফল্যেরর পিছনে অবদানের উৎকৃষ্ট প্রমান রেখেছেন প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল খালেক।
এরপর নানান বাধা-বিপত্তি পেরিয়ে স্কুলটিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন পরিচালক মোঃ মনির হোসেন মন্ডল।
বর্তমানে স্কুলটি ছাত্রের গন্ডি পেরিয়েছে হাজারের উপরে এবং অর্জন করেছে নানান কৃতি, সাফল্য।ফলাফলের দিক থেকেও ছিল সাভার উপজেলার মধ্যেও শীর্ষে।
এসব সাফল্য ও অর্জনকে সামনে রেখে পালিত হলো মন্ডল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের একযুগ পূর্তি উৎসব।আয়োজনে কমতি ছিল না,ছিল না দর্শকের সমাগমেরও। ছিলো নানা ধরনের আয়োজন। জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুরু হয়।এরপর নৃত্য,ছোট শিশুদের আর্কষনীয় মনোমুগ্ধকর নাচ,সচেতনামূলক নাটক এবং রাতভর অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় আর্কষনীয় সাংস্কৃতিক এ অনুষ্ঠানের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামসোনা উপজেলা চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, ওর্য়াড মেম্বার হারুন আর রশীদ, সমাজসেবক জসীম মন্ডল এবং অন্যান্য ব্যাক্তিবর্গ।
এছাড়া অনুষ্ঠানের উপস্থিত ছিল স্কুলের বিগত বছরের ছাত্রছাত্রীরা।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম