আমাদেরবাংলাদেশ ডেস্ক।।সাভারে আন্তজার্তিক নারী পাচারকারী চক্রের প্রধান সিরাজুল ইসলাম সিরাজকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪ এর একটি দল। এসময় তিন নারীকে উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে তাদের সাভার মডেল থানায় হস্তান্তর করে র্যাব। এরআগে মঙ্গলবার বিকেলে সাভারের আমিনবাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব ৪। আটক সিরাজুল ইসলাম গ্রামরে বাড়ি যশোরের অভয়নগরে।এসময় উদ্ধার হওয়া নারীরা হলেন- লিমা আক্তার (২২),পিয়াঙ্কা (২৯), ও তাসলিমা আক্তার আন্নিকে (২৭) উদ্ধার করা হয়।
র্যাব ৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং,বলেন আন্তজার্তিক নারী পাচারকারী চক্রের প্রধান সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে সমাজের অসহায় নারীদের বিদেশে ভালো বেতনে চাকুরী দেওয়ার আশ্বাস দিয়ে পাচার করে আসছিলো।পরে ভুক্তভোগী নারীরা র্যাব ৪ কাছে লিখিত অভিযোগ দিলে র্যাব পাচারকারী চক্রের প্রধান সিরাজুল ইসলাম সিরাজকে ধরতে মাঠে নামে।
পরে মঙ্গলবার বিকেলে তিন নারীকে ভারতে পাচারের উদ্দেশ্যে আমিনবাজার থেকে একটি গাড়িতে উঠারসময় হাতে নামে পাচারকারী চক্রের প্রধানকে আটক করা হয়।এসময় র্যাবের ওই কর্মকর্তারা আরও বলেন পাচারকারী ওই চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।তার বিরুদ্ধে ভুক্তভোগীদের পরিবার বাদী হয়ে সাভার মডেল থানায়মামলা দায়ের করেছেন।
আমাদেরবাংলাদেশ/আরাফাত
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম