নিজস্ব প্রতিবেদক।। সাভার মডেল থানার হেমায়েতপুর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১৬৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মুর্তি উদ্ধারসহ ১জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১০ অক্টোবর ) সকালে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির। এসময় তিনি বলেন,সাভার চামড়া শিল্প নগরী পুলিশ ফাঁড়ীর এসআই (নিঃ) মোঃ আমির হোসেন হেমায়েতপুর এলাকায় মোবাইল ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকাল ৪টা ১০ মিনিটের সময় হেমায়েতপুর বাসষ্ট্যান্ড একেএইচ টাওয়ারের বিপরীত পাশে ঢাকা-আরিচা মহাসড়কের ফুটওভার ব্রীজের নীচে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশে পাঁচারের উদ্দেশ্যে রাখা একটি কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করা হয়েছে।
Oplus_16908288
এছাড়া তিনি আরও বলেন,গ্রেফতারকৃত আসামী একটি ওয়ালটন ফ্রিজের পূরাতন কার্টুনের ভিতরে বিশেষ কৌশলে কষ্টি পাথরের কালো রংয়ের বিষ্ণু মুর্তিটি সংরক্ষণ করছিলেন। মূর্তিটির দৈর্ঘ্য ৫০ ইঞ্চি, প্রস্থ ২১ ইঞ্চি,ওজন প্রায় ১শত ৬৫ কেজি। মূর্তিটির বাজার মূল্য অনুমান এক কোটি বিশ লক্ষ টাকা বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামি হলো: ( ১) মোঃ দেলোয়ার হোসেন (৬১),পিতা-মৃত আবুল হোসেন,গ্রাম গোয়ালমারী,থানা- দাউদকান্দি,জেলা-কুমিল্লা, বর্তমান ঠিকানা-দারয়ার,খালেক পাম্পের সাথে,মিরপুর-১,থানা- দারুসসালাম, ডিএমপি,ঢাকা।
উক্ত বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির বলেন,ঢাকা জেলার পুলিশ সুপার মো: আনিসুজ্জামান স্যার এর নির্দেশে বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে,এই অভিযান-টি তার একটি অংশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ফুটওভার ব্রীজের নীচে বিদেশে পাঁচারের উদ্দেশ্যে রাখা একটি কষ্টি পাথরের মুর্তি উদ্ধারসহ ১ জনকেই গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী জিজ্ঞাসাবাদে কষ্টি পাথরের মুর্তি পাঁচারের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। এছাড়াও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে সেই মামলায় তাহাকে আদালতে পাঠানো হয়েছে।
এবিডি.কম/জাহাঙ্গীর আলম রাজু