আমাদের বাংলাদেশ ডেস্ক:
সাভারের চাপাইনে বন্ধুর ছুরিকাঘাতে স্কুল ছাত্র সোহাগ হোসেন খুনের ঘটনায় অভিযুক্ত দুইজনেক আটক করা হয়েছে।
শুক্রবার রাত ১০ টার দিকে সাভারের রাজফুলবাড়িয়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- মিঠু ও প্রান্ত। মিঠু গ্রামের বাড়ির সিরাজগঞ্জ জেলায় ও প্রান্তের গ্রামের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ি থানায়। তারা দুইজনেই চাপাইনে পরিবারের সঙ্গে বসবাস করে। প্রান্ত চাপাইনে নিউ মডেল স্কুলে ৯ শ্রেণীর ছাত্র হলেও মিঠু পড়ালেখা বাদ দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ আমাদের বাংলাদেশ ডট কমকে জানান, ঘটনার পর থেকেই তাদের আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে সাভার হোমায়েতপুর রাজফুলাড়ীয় থেকে তাদেরকে আটক করা হয়।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় চাইপাইনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৮ম শ্রেণীর ছাত্র সোহাগকে ছুরিকাঘাত করে দুই বন্ধু মিঠু ও প্রান্ত পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধার করে সোহাগকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম