রেজাউল করিম রেজা সাভার ।। সাভারে পিতা-মাতার ঝগড়ার মাঝে বাবার হাতে থাকা কাঠের লাঠির আঘাতে প্রাণ হারিয়েছে আলীফ নামের এক শিশু। এ ঘটনায় শিশুটির মা কল্পনা আক্তার বাবা মো. আলমগীরের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা করলে তাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ আগস্ট) সকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
এসময় তিনি আরো বলেন,গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লায় স্থানীয় সাবেক পৌর কমিশনার মো. হোসেনের মালিকানাধীন ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে। অভিযুক্ত আলমগীর (২৩) গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলার দেবপুর এলাকায়। তার বাবার নাম আনোয়ার হোসেন। তিনি পেশায় অ্যাম্বুলেন্স চালকের সহকারী।
এছাড়া পুলিশ আরোও জানায়,গতকাল রাত সাড়ে ১১টার দিকে পারিবারিক কলহের জেরে ওই দম্পতির মধ্যে ঝগড়া হলে অভিযুক্ত আলমগীর তার স্ত্রী কল্পনা-কে একটি কাঠের টুকরো দিয়ে মারতে থাকে। একপর্যায়ে তার এক বছর বয়সী শিশু আলীফ-কেও ওই কাঠের টুকরো দিয়ে আঘাত করলে শিশুটির মাথা,ঘাড় ও মুখে আঘাতপ্রাপ্ত হয়। পরে আহত শিশুটি-কে পার্শ্ববর্তী এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উক্ত সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম রাসেল এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,বাবার আঘাতে শিশুর মৃত্যু হয়েছে বলে শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে হাসপাতাল থেকে অভিযুক্ত বাবা-কে আটক করা হয়েছে। পরে শিশুটির মা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আসামী আলমগীর-কে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/শিরিন আলম