নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর চেয়ারপার্সন,গণতন্ত্রের প্রতীক,দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র শারীরিক সুস্থতা ও আশু রোগমুক্তি কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান এর উদ্যোগে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জামিয়া ইয়াকুবিয়া হাবিবিয়া মাদ্রাসা মাঠে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে আলেম-ওলামা,মাদ্রাসার ছাত্র,স্থানীয় জনগণসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কুরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেন,গত রোববার থেকে এয়ারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি আরও বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানিয়েছেন খালেদা জিয়ার ফুসফুসে(চেষ্টে) ইনফেকশন হয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা: এজেডএম জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসনের সুস্থতায় দেশবাসী কাছে দোয়া চেয়েছেন।
এসময় ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান সাভারসহ দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন,আজকে এখানে আমরা দোয়া চাইতে এসেছি মহান আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন। তাহলে আমরা বেঁচে থাকবো। আমরা মনে করি,বেগম জিয়া বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে। বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তা থেকে মুক্তি পেতে হলে জাতীয়তাবাদী শক্তির এখন ঐক্যের প্রয়োজন। এই ঐক্যের প্রতীক হচ্ছেন বেগম খালেদা জিয়া। আসুন তার জন্য আমরা সবাই মহান রাব্বুল আ’লামীনের দরবারে দোয়া করি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন। তিনি যেন আমাদের মাঝে আগের মতো কাজ করতে পারেন,আমাদের জাতীয়তাবাদী রাজনীতির প্রেরণার উৎস তিনি।
এবিডি.কম/জাহাঙ্গীর আলম রাজু