আবু সাইদ বিশেষ প্রতিনিধি ।। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে সাভার উপজেলা পরিষদ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় মনোনয়ন পত্র জমা দেওয়ার পর প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করে আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে উপহার দেওয়ার ঘোষণা দেন।
মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন-সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও পৌরসভা মেয়র হাজ্বী আব্দুল গণিসহ আরো অনেকে। প্রসঙ্গত,১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
তফসিল অনুযায়ী,প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর,রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর,প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
এবিডি.কম/রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম