সাভার থেকে মোঃ আরিফ মন্ডল: সাভারের হেমায়েতপুরে একটি পোড়া মবিল প্রক্রিয়াজাতকরণ কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনরে খবর পেয়ে ফায়ারসার্ভিসের মোট ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এদিকে, আগুনের ঘটনায় ওই কারখানার বয়লার বিস্ফোরণে ফায়ারসার্ভিসের দুই সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সাভারের হেমায়েতপুরে নাসরিন অটোমবিল কারখানায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, একতলা বিশিষ্ট টিনশেডের ওই মবিল প্রক্রিয়াজাতকরণ কারখানায় হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার ফায়ারসার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে সাভার ফায়ারসার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন।
আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে রাজধানীর কল্যাণপুর ফায়ারসার্ভিসের আরো ১টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। পরে ফায়ারসার্ভিসের মোট ৪টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
আগুনে প্রায় কয়েক লাখ টাকার প্রক্রিয়াজাতকরণ পোড়া মবিল নষ্ট হয়েছে এবং পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এদিকে, আগুনে ওই কারখানার একটি বয়লার বিস্ফোরণ ঘটলে ফায়ার সার্ভিসের দুই সদস্য আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের ৪নং জোন কমান্ডার আনোয়ারুল হক আগুনের বিয়ষটি নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম