
নিজস্ব প্রতিবেদক ।। সাভারে একযোগে ১২ ইউনিয়ন পরিষদে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেছে সাভার উপজেলা পরিষদ। এ কর্মসূচীর উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহবুবুর রহমান। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে আশুলিয়া ধামসোনা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি'র উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান জানান,"কর্মসূচিটি পর্যায়ক্রমে প্রতি সপ্তাহে ইউনিয়নগুলোতে চলবে এবং এই অভিযান সফল করতে পর্যাপ্ত জনবল ও আধুনিক স্প্রে সরঞ্জামাদি ব্যবহার করা হচ্ছে। এছাড়া মশাবাহিত রোগের প্রকোপ কমাতে শুধু স্প্রে করাই যথেষ্ট নয়,প্রয়োজন জনগণের সক্রিয় অংশগ্রহণ। সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।"
এসময় তিনি বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য হলোউৎসমুখ ধ্বংস, মশার প্রজননস্থল,যেমন-জমে থাকা পানি,ঝোপঝাড় ও অপরিষ্কার স্থান চিহ্নিত করে সেখানে লার্ভিসাইড স্প্রে করা। সচেতনতা বৃদ্ধি: স্থানীয়দের মধ্যে মশার প্রজনন রোধে করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচার চালানো।পরিষ্কার-পরিচ্ছন্নতা: ব্যক্তিগত ও সমষ্টিগত উদ্যোগে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে উদ্বুদ্ধ করা।
সাভারের মোট ১২ টি ইউনিয়ন যথাক্রমে ধামসোনা,আমিনবাজার,ভাকুর্তা,বিরুলিয়া,তেঁতুলঝোড়া,ভরারী,শিমুলিয়া,পাথালিয়া,বড় আশুলিয়া,ইয়ারপুর,কাঞ্চনপুর এ কর্মসূচী শুরু হয়। এই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সাভার উপজেলাকে দ্রুত মশকমুক্ত করা সম্ভব হবে এবং জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার। আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা প্রকৌশলী মো: মাইনুদ্দিন,আশুলিয়া শিল্প পুলিশ-১ এর সিনিয়র এএসপি মো: রায়হান উদ্দিন মুরাদ, এএসপি মো. রাশেদুল ইসলাম বিশ্বাস। ধামসোনা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য ও গ্রাম আদালতের চেয়ারম্যান মো: মমতাজ উদ্দিন মোন্তাজ,ধামসোনা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: আব্দুল কালাম আজাদসহ প্রমুখ।
এবিডি.কম/রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম