নিজস্ব প্রতিবেদক ।। ধামরাই পৌরসভা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও হত্যার অভিযোগে সাভার মডেল থানার ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে ২জনকে গ্রেফতার করেছে র্যাব-৪।
মঙ্গলবার (২২ অক্টোবর ) রাত ১১টা ১১ মিনিটের সময় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান । এ-সময় তিনি বলেন ২২ অক্টোবর রাত ৭টা ৫মিনিটের সময় সাভার মডেল থানার ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও হত্যা মামলায় ২জনকে গ্রেফতার করা হয় হয়েছে।
গ্রেফতারকৃত আসামি’রা হলো (১) লুৎফর রহমান (৫৪),কুল্লা ইউপি চেয়ারম্যান থানা ধামরাই জেলা- ঢাকা। (২) হাফিজুর রহমান (৪৫) কুল্লা ইউপি সাবেক আওয়ামী লীগের সহ-সভাপতি থানা ধামরাই জেলা-ঢাকা।
উক্ত বিষয়ে র্যাব-৪,সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন,সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় ২২ অক্টোবর রাতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার সাভার মডেল থানার ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও হত্যা মামলার ২জন-কে গ্রেফতার করা হয়েছে। এছাড়া উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন
এবিডি.কম/সিয়াম