সাভার প্রতিনিধি:
ভোটার হব, ভোট দেব -এ শ্লোগানকে ধারন করে সাভারে নানা আয়োজনে জাতীয় ভোটার দিবস ২০১৯ পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে সাভার উপজেলা নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মাধ্যমে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসি পালন করা হয়।
বর্ণাঢ্য র্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা নির্বাচন অফিসের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র হাজী আব্দুল গণি এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আমিনুর রহমান মিঞা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোট আপনাদের নাগরিক অধিকার। তাই বাংলাদেশের নাগরিক হিসেবে যাদের ভোটার হওয়ার বয়স হয়েছে তারা যেন সেচ্ছায় উপজেলা নির্বাচন কার্যালয়ে এসে ভোটার হয় এজন্য সকলের প্রতি আহ্বান জানান।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমাজ সেবক, মুক্তিযোদ্ধা, এনজিও কর্মী, দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার সাধারন মানুষ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম