মোঃ আরিফ মন্ডল বিশেষ প্রতিনিধি: সাভারে শারদীয় দূর্গা পূজা-২০১৯ উপলক্ষে সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাভার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজুর রহমান এর সভাপতিত্বে এবং সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি।
প্রতিমন্ত্রী এসময় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সবসময়েই ধর্মীয় সম্প্রীতির কথা বলেন এবং সকলকে এই সম্প্রীতি বজায় রাখার কঠোর নির্দেশ প্রদান করেন। বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে অন্য যে দলই ক্ষমতায় এসেছে, তখনই ধর্মীয় মৌলবাদ, জঙ্গীবাদ মাথাচাড়া দিয়ে ওঠে এবং তখনই এই সম্প্রীতি বিনষ্ট হয়।তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় চার মূলনীতি হলো বাংলাদেশী জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা।
এই ধর্ম নিরপেক্ষতার কারণে সকল ধর্মের ধর্মীয় আচার-আচরণ নির্বিঘ্নে পালন করতে দেবার ব্যাপারে রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে। এদিকটি আমরা গুরুত্ব দিয়েই দেখি। প্রধান অতিথি আরও জানান, দূর্গা পূজাকে ঘিরে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া যাবে না, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল অঙ্গসংগঠন এর নেতাকর্মীরা এব্যাপারে সজাগ থাকবে। প্রতিবছর কাউন্দিয়া থেকে শিমুলিয়া পর্যন্ত প্রতিটি পূজা মন্ডপে আমি যাই, এবারও আমি যাবো।
প্রতিমন্ত্রী হিন্দু সম্প্রদায় সহ উপস্থিত সকলকে বলেন, গতবারের চেয়ে এবার আরও বেশী আনন্দ উপভোগ করবেন আপনারা; কিন্তু পূজাকে ঘিরে যে সকল নির্দেশনা দেয়া হয়েছে যেমন ১০টার ভিতরে বিসর্জন দেবার কথা জানানো হয়েছে, এগুলো সবাই মেনে চলবেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ভাইস-চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান সুজন, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক প্রমুখ সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউপি সদস্যগণ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম