নিজস্ব প্রতিবেদক, সাভার:
সাভারে নার্সারি পড়ুয়া পাঁচ বছরের এক শিশুকে ধষর্ণের চেষ্টার ঘটনায় বখাটে রাজুকে আটক করা হয়েছে। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। তিনটার দিকে সাভার পৌর এলাকার জামসিং মহল্লার জাহাঙ্গীরনগর সোসাইটি এলাকায় এঘটনা ঘটেছে। অভিযুক্ত রাজু চাঁদপুর জেলার হাইমচর উপজেলার খলিলকান্দি গ্রামের মৃত মর্তুজা আলীর ছেলে। সে পৌর এলাকার ছায়াবিথী মহল্লায় ভাড়া থেকে বিভিন্ন নির্মাণাধীন বাসা-বাড়িতে থাই গ্লাসের কাজ করতো বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী শিশুটির মা জানায়, দুপুরে তার শিশুকন্যা প্রাইভেট পড়ে দাদির সাথে বাসায় ফিরছিলো। একপর্যায়ে সে দাদিকে রেখে একাই বাসার উদ্দেশ্যে দৌড়ে যায়। এসময় শিশুটিকে রাস্তায় একা পেয়ে বখাটে রাজু চকলেট দেয়ার প্রলোভন দেখায়। পরে তাকে পার্শ্ববর্তী একটি মাঠে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় অন্য এক নারী ঘটনাটি দেখে ফেললে তার সহযোগিতায় স্থানীয়রা ওই বখাটেকে হাতেনাতে আটক করে গণধোলাই দেয়। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ অভিযুক্ত রাজুকে থানায় নিয়ে যায়। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এখলাস উদ্দিন জানান, ভুক্তভোগী শিশুটিকে উদ্ধারসহ ধর্ষণের চেষ্টাকারী অভিযুক্ত যুবককে আটক করে থানায় আনা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম