নিজস্ব প্রতিবেদক:
সাভারে স্বামীকে বেঁধে এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযুক্ত অপর এক যুবক পলাতক রয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী ওই নারী সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
শনিবার দিনগত রাতে সাভারের কাউন্দিয়া এলাকায় এই গণধর্ষণের ঘটনা ঘটে।
সাভার মডেল থানার উপপরিদর্শক প্রাণ কৃষ্ণ জানায়, কাউন্দিয়া এলাকার বখাটে যুবক রায়হান ও আলামিনসহ আরও ৩ বখাটে যুবক রাতের বেলায় মুদি দোকানদার আরিফুল ইসলাম ও তার স্ত্রীকে কৌশলে একটি নির্জন স্থানে নিয়ে যায়। এসময় তারা আরিফুল ইসলামকে বেঁধে রেখে পালাক্রমে তার স্ত্রীকে ধর্ষণ করে ও পরে ভয়ভিতী দেখিয়ে ছেড়ে দেয়। পরবর্তীতে ওই নারী সাভার মডেল থানার লিখিত অভিযোগ দিলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে কাউন্দিয়া এলাকা থেকে অভিযুক্ত রায়হান ও আলমিনকে গ্রেপ্তার করে।
তিনি আরো জানান, ভুক্তভোগী গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত বাকী আসামীদের ধরতে চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।