নিজস্ব প্রতিবেদক।। সাভার মডেল থানার জামশিং এলাকায় হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ অপহরণকারীর ৪জনকে গ্রেফতার ও মুক্তিপণের দাবিতে আটকে রাখা ভিকটিম মেহেদী হাসানকে উদ্ধার করেছে সাভার মডেল থানার পুলিশ।
শনিবার (৪ অক্টোবর ) বিকেলে সাভার মডেল থানা এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির। এসময় তিনি বলেন,গত ০২-১০-২০২৫ তারিখ বিকাল ৪ টা ৩০ মিনিটের সময় পরিবার পরিকল্পনার ইন্সপেক্টর মো: মেহেদী হাসানকে হানি ট্রাপে ফেলে একটি অপহরণকারী চক্রের সদস্যরা সাভার মডেল থানার ঢাকা আরিচা মহাসড়কের মিনি চিড়িয়াখানার সামনে থেকে অপহরণ করেন। এবং অপহরণকারী চক্রের সদস্যরা ভিকটিমকে আটকে রেখে তার মাধ্যমে তার পরিবারের কাছে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
বিষয়টি ভিকটিমের পরিবার ৯৯৯ এর মাধ্যমে সাভার মডেল থানা পুলিশকে অবগত করলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জুয়েল মিঞার নির্দেশে এসআই জাকির আল আহসানের নেতৃত্বে সাভার মডেল থানার একটি চৌকস টিম উদ্ধার অভিযান কার্যক্রম শুরু করেন। উক্ত টিম তথ্য প্রযুক্তির সহায়তায় টানা ২০ ঘন্টা অভিযান চালিয়ে গতকাল দুপুর ১টা ৩০ মিনিটের সময় সাভার মডেল থানার জামশিং এলাকা থেকে ভিকটিম মেহেদী হাসানকে উদ্ধার করেন। এসময় উক্ত হানী ট্র্যাপের ঘটনায় নারীসহ অপহরণকারী চক্রের ৪সদস্যকে গ্রেফতার করা হয়।
Oplus_16908288
গ্রেফতারকৃত আসামীরা হলো ১। শরিফুল (২৫) পিতা-মোঃ জয়নাল,মাতা-কদবানু,গ্রাম-তালুকো,থানা-পীরগাছা,জেলা-রংপুর। বর্তমান ঠিকানা রেডিও কলোনী,থানা-সাভার,জেলা-ঢাকা। ২। মোঃ জয়নাল (২৫),পিতা-মোঃ আঃ হাকিম,মাতা-মোছাঃ জুলেখা বেগম,গ্রাম-২নং সতাং,থানা-পীরগাছা,জেলা-রংপুর। বর্তমান ঠিকানা-গেন্ডা, থানা-সাভার,জেলা-ঢাকা। ৩। সকাল আনমনা (১৯),পিতা-আঃ রাজ্জাক,মাতা-অজুফা খানম,গ্রাম-দত্তপাড়া,থানা-ইশ্বরগঞ্জ,জেলা ময়মনসিংহ,বর্তমান ঠিকানা-রেডিও কলোনী,থানা-সাভার,জেলা-ঢাকা। ৪। মোঃ কাওসার হোসেন কনক (২০),পিতা-মোঃ বজলুর মিয়া,মাতা-কামরুন্নাহার,গ্রাম নাইরোন খোলা বাজার,থানা-নকলা,জেলা-শেরপুর, বর্তমান ঠিকানা-রেডিও কলোনী,থানা-সাভার,জেলা-ঢাকা।
উক্ত বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির বলেন,ঢাকা জেলার পুলিশ সুপার মো: আনিসুজ্জামান স্যার এর নির্দেশে বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে,এই অভিযান-টি তার একটি অংশ। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ অপহরণকারীর৪ জনকেই গ্রেফতার করাসহ অপহরণের কাজে ব্যবহৃত একটি লেগুনাগাড়ি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী জিজ্ঞাসাবাদে হানি ট্র্যাপের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। এছাড়াও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে সেই মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এবিডি.কম/শিরিন আলন