সাভার থেকে মোঃ আরিফ মন্ডল: সাভারের আমিনবাজারে সালেহপুর ব্রীজ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্যাক্সিক্যাব তুরাগ নদে পড়ার খবরে সেখানে ভীড় জমিয়েছে পুলিশ, ফায়ার সার্ভিস, সাংবাদিক ও উৎসুক জনতা। এর আগে জসিম নামে এক যুবক ৯৯৯ এ ফোন করে এই খবর জানিয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ৫ নং জোনের কমান্ডার আনোয়ারুল হক রাত ৯টার দিকে এই তথ্য জানান।এই কর্মকর্তা বলেন, ৯৯৯ এর খবরে আমিনবাজার সালেহপুর ব্রীজের নিচে তুরাগ নদে একটি সিএনজি পানিতে পড়ে গেছে বলে জানতে পারেন তারা। পরে দ্রæত ঘটনাস্থলে পৌছে ঘটনার সত্যতা জানার চেষ্টা শুরু করেন তারা। তবে পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে একটি প্রাইভেটকার পানিতে পড়ে গেছে বলে তারা জানতে পারেন। পরে ঢাকা তেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে পানিতে তল্লাশি শুরু করলেও রাত ১০টা নাগাদ তুরাগ নদে ডুবে যাওয়া কোন যানের সন্ধান পায়নি।
আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: জামাল জানান, রাত সোয়া ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর ব্রীজের উত্তর পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি হলুদ রঙের ট্যাক্সি ক্যাব পড়ে যায়। তবে ট্যাক্সি ক্যাবে কতজন যাত্রী ছিলেন সে ব্যাপারে কিছুই জানাতে পারেননি তিনি।
৯৯৯’ এ ফোন করে পানিতে ট্যাক্সি ক্যাব পড়ে যাওয়ার খবর জানানো প্রত্যক্ষদর্শী সেই জসিম জানান, রাতে রিকশাযোগে যাচ্ছিলেন তিনি। এসময় ঢাকামুখী একটি হলুদ রঙের ট্যাক্সি ক্যাব সামনে থাকা একটি বাসকে ওভারটেকিংয়ের চেষ্টা করছিল। পরে ট্যাক্সি ক্যাবটি সালেহপুর ব্রীজের কিছুদূর আগেই নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে পড়ে গেলে দ্রত ৯৯৯’এ ফোন করে জানান তিনি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছান।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম