নিজস্ব সংবাদদাতা।। সাভারে প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হয়েছে ঢাকা-১৯ আসনের স্বতন্ত্রপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার-প্রচারণা।তারই ধারাবাহিকতায় বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে আশুলিয়ার গাজিরচট হাজী সৈয়দ খান স্কুল এ্যান্ড কলেজ মাঠে এসে ভোটারদের কাছে ভোট চেয়েছেন মুরাদ।
এসময় তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী আমার নেত্রী শেখ হাসিনা আমাকে ভালোবেসে তিনবার নৌকার মনোনয়ন দিয়েছেন এবং ২০০৮ সালে দেশের সর্বোচ্চ ভোট দিয়ে আপনারা আমাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছিলেন। আমি কখনো ভাবিনাই আমাকে এভাবে এখানে আসতে হবে। আমি ভেবেছিলাম আমি নৌকা নিয়েই আবার আসবো। আমি দশ বছর কোন কথা বলিনাই। মাননীয় প্রধানমন্ত্রী এতদিন চুপ থাকতে বলেছিলেন এবার বললেন মুখ খুলো তাইতো মুখ খুললাম। আমিতো নৌকাই আছি খালি মার্কাটা হইলো ঈগল। এই ঈগলও শেখ হাসিনার মার্কা আপনারা যদি এই মার্কাটা-কে জিতায়া দেন তাইলে ফুলের মালাটা নিয়া তো মাননীয় প্রধানমন্ত্রীর গলাতেই পরামু।
তিনি আরও বলেন,দশ বছর প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন চুপ থাকো আমি চুপ ছিলাম। আজ-কে ২০২৩ আমার বোন মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছে'আসো কে জনপ্রিয় প্রমান করো'তাইতো আমি এসেছি। কেউ কেউ কইছে সাভার আশুলিয়ার রাজনীতিতে মুরাদ শেষ। আপনারা বলেন,আমি কি রোহিঙ্গা? আমি এখানে ভাইসা আসিনাই আমার বাড়ি আশুলিয়া আমি লাল মাটির সন্তান। আগামী ৭ তারিখে আমরা রেডি আছি তোমরা আইয়োও। মুরাদ এভাবেই কথা গুলো বলেন,এসময় তিনি আরো বলেন,আমার বাবা দুইবার এই এলাকায় নৌকা প্রতী-কে এমপি নির্বাচিত হয়েছেন।
এছাড়া তিনি আরও বলেন,আমি আপনাদের কিছু প্রশ্ন করতে চাই,রানা প্লাজা কি আমি ফালাইছি? রানা প্লাজা কি আমি বানাইছি? ওইটার মালিক কি আমি? ওইখানে আমার কি কোন ব্যবসা ছিলো? ওই মার্কেটটা কি আমার শাসন আমলে বানানো হয়েছিলো? তাহলে কেন আমাকে দোষারোপ করা হইলো? আমি মানুষ না? আমার কস্ট লাগে-না? আমার জন্য মায়া লাগেনা আপনাদের?
আপনারা বুকে হাত দিয়া কন আমি যখন এমপি ছিলাম তখন কোনদিন কি আপনাদের অসম্মান করছি? কেও কোন কাজে আসলে তার সাথে কি খারাপ ব্যবহার করছি? আমার কাছে আসতে কি কারো লাগে ?আমার পক্ষে যতটুকু করার করেছি। তাই আমি আজকে দাবি নিয়ে বলতেছি আপনারা দয়া কইরা আমার নির্বাচনটা কইরা দেন।
সাভার উপজেলার ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার,আশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবর,আওয়ামী লীগের প্রবীণ নেতা মোবারক হোসেন খান,আশুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য হোসেন আলী মাস্টার,আশুলিয়া থানা আওয়ামী লীগের অন্যতম সদস্য সিরাজুল ইসলাম দেওয়ান, ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন ভান্ডারী,অন্যতম সদস্য হাজী মোহাম্মদ আতাউর রহমান খান,আশুলিয়া থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ,বিজয় মোহাম্মদ সাগর খানসহ প্রমুখ।
এবিডি.কম/জাহাঙ্গীর
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম