নিজস্ব সংবাদদাতা।। বিএনপি-জামায়াতের ডাকা হরতালে জনজীবন স্বাভাবিক রাখতে,জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষাসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সাভার আশুলিয়াসহ সারাদেশে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র্যাব।
রোববার (২৯ অক্টোবর) দুপুরে আশুলিয়ার বাইপাইলে র্যাবের সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার রেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান সাংবাদিকদের-কে বলেন,রাজধানীতে ৮৭টি ও রাজধানীর বাইরে ১৫৯টি টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়াও হরতালে রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার জোরদারে বিজিবি মোতায়েন রয়েছে এবং রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ করে কাকরাইল,পল্টন ও মতিঝিল এলাকায় বিজিবি টহল দিচ্ছে।
এছাড়া অপরদিকে বাইপাইলে আশুলিয়া থানার এস আই মাসুদের এর কছে জানতে চাইলে প্রতিদিনের কাগজ প্রতিদিনের কাগজ প্রতিবেদক-কে তিনি বলন,পুলিশ মহাসড়কে টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। সকাল-সন্ধ্যা হরতালের মধ্যে এখন পর্যন্ত বিএনপি জামায়াতের কোনো নেতাকর্মীদের মহাসড়কে দেখা যায়নি এবং কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।
এছাড়াও নবীনগর এলাকায় মশিউর নামে এক ঘড়ি ব্যবসায়ী হকারের সঙ্গে কথা হয় এ সময় তিনি বলেন,আজ সকাল থেকে পদে পদে ভোগান্তির কবলে পড়তে হচ্ছে আমার,একে তো রাস্তায় তেমন কোনো যানবাহন চলাচল করছে না। এদিকে বাসায় বাজার না করলে খাওয়া হবে না তাই বাধ্য হয়েই রাস্তায় রাস্তায় ঘড়ি নিয়ে বের হয়ছি বিক্রির জন্য।
উক্ত বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবুল হাসান বলেন,ঢাকা জেলা বিএনপির ডাকা হরতালের কোনো প্রভাব নেই। দূরপাল্লার বাস মহাসড়ক এলাকায় কিছুটা কম থাকলেও লোকাল বাস,ট্রাক, প্রাইভেটকার চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ঢাকা জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশের টহল কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।
আমাদেরবাংলাদেশ ডটকম রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম