নিজস্ব প্রতিবেদক।। ঢাকা-১৯ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম-কে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (২১ জানুয়ারি) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানের সভাপতিত্বে এক সংবর্ধনা দেয়ার আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সর পক্ষ থেকে নব-নির্বাচিত এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উপজেলা স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে নব-নির্বাচিত এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন,হকারদের বিষয় নিয়ে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের বিরোধিতা করে বলেন,প্রশাসন ও সকলের সহ-যোগিতা নিয়েই ফুটপাত হকারমুক্ত করা হয়েছে। আমরা হকারদের পূনর্বাসনের ব্যবস্থা করার জন্য কাজ করছি এবং যেখানে হকারদের পূনর্বাসন করা হবে সেখানে তারা চাঁদা না দিয়েই ব্যবসা করতে পারবে। আমি সাইফুল পিছু হটার লোক নই,অন্যায়ের বিরুদ্ধে আমার অবস্থান অত্যান্ত সুস্পষ্ট। আমি কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি আর ভবিষ্যতেও করবো না।
এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন,বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ পরিবেশন করে আমাকে সার্বিক ভাবে সহ-যোগিতা করবেন। দয়া করে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকবেন। এছাড়া তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নিত করার জন্য যা কিছু প্রয়োজন সকল কিছুই করার আশ্বাস দেন এবং গ্রীন সাভার,ক্লিন সাভার গড়ে তুলতে সাভারের সকলের সহ-যোগিতা কামনা করেন বর্তমানে সভার উপজেলার সরকারি হাসপাতালটি ৫০ শয্যা বিশিষ্ট রয়েছে। বৃহৎ জনগোষ্ঠীর এই অঞ্চলে জনগণের স্বাস্থ্য সেবার কথা বিবেচনা করে হাসপাতালটি-কে ১০০ সজ্জার করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সায়েমুল হুদা,সাভার পৌর-মেয়র হাজী আবদুল গনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলীজ্জামান,সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আকবর আলী খান,পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান,৪ নং ওয়ার্ড কাউন্সিলর নুরে আলম সিদ্দিকী নিউটন,৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমানসহ প্রমুখ।
এবিডি.কম/জাহাঙ্গীর
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম