সাভার থেকে মোঃ আরিফ মন্ডল ঃ সরকারি গেজেট ভুক্ত হওয়ার ১ বছর পরেও সরকারি গেজেট অনুযায়ী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সাভার সরকারি কলেজের প্রায় ১৫ হাজার শিক্ষার্থী। অবিলম্বে সাভার কলেজের সকল কার্যক্রম সরকারি গেজেট অনুসারে চালুর দাবিতে, মানববন্ধন ও গণস্বাক্ষর লিপি প্রদান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
সরকারি নীতি অনুযায়ী সকল কার্যক্রম চালুর জন্য গত কয়েক মাস ধরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি সহ গণস্বাক্ষরের মত অসহিংস কর্মসূচি চালিয়ে আসছে সাভারের সাধারণ শিক্ষার্থীরা।
গত ৫ আগস্ট সকাল ১০ টায় কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী অবস্থান করার পর কলেজের মূল ফটক থেকে একটি মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে সাভার উপজেলা পরিষদের সামনে গিয়ে সরকারি গেজেট অনুযায়ী কার্যক্রম চালুর জন্য সংক্ষিপ্ত সমাবেশ করেন ।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি সাভার উপজেলা চেয়ারম্যান এবং (ঢাকা ১৯) সাভার আশুলিয়ার সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন ।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে, সাভার সরকারি কলেজ শিক্ষার্থী সোহেল রানা বলেন, ২০১৮ সালের ৮ আগস্ট আমাদের কলেজ সরকারি গেজেট ভুক্ত হয়। কিন্তু কলেজের সরকারি কার্যক্রম নেই। শিক্ষার্থীরা সরকারি জেনে ভর্তি হলেও পূর্বের বেসরকারি নিয়মেই বেতন ও অন্যান্য যাবতীয় ফি নেওয়া হচ্ছে, তা দিতে না পারায় অনেক গরীব মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা বন্ধ হয়ে যাচ্ছে।
তাই শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে আমরা অবিলম্বে আমাদের কলেজের কার্যক্রম সরকারি কাঠামোতে যাবতীয় শিক্ষা ব্যয় নেওয়ার জোর দাবি জানাচ্ছি। যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা ঈদের পর আরো বড় কর্মসূচি ঘোষণা করবো এ সময় উপস্থিত সকল শিক্ষার্থী একযোগে তার কথায় সম্মতি জানায় ।