নিউজ ডেক্সঃ প্রতিটি রাষ্ট্রের সর্বকনিষ্ঠ ইউনিট হলো একটি ইউনিয়ন। উন্নয়নের অগ্রযাত্রা প্রতিটি ইউনিয়ন থেকে যদি সমানভাবে হতো তবে সামগ্রিকভাবে আমাদের দেশ আক্ষরিক অর্থেই ‘উন্নয়নের জোয়ারে’ ভাসতো। প্রতিটি ইউনিয়নে উন্নয়নমূলক কাজ সেই ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে ইউপি সদস্যদের তত্বাবধানে সম্পন্ন হয়। মূল কাজটি করে মূলত ইউপি সদস্যগণ।
এজন্য ইউপি সদস্যরা যদি নিষ্ঠার সাথে নিজ নিজ ইউনিয়নে সরকারী বিভিন্ন প্রকল্পে বরাদ্দকৃত টাকার সুষ্ঠু ব্যয়ের মাধ্যমে কাজ করেন, তাহলেই দেশের উন্নয়ন সম্ভব।ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নে এরকম নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন একজন মহিলা ইউপি সদস্য। তার নাম মোসাঃ সেলিনা আক্তার। বিরুলিয়া ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য তিনি।
নিরবে নিভৃতে তার উক্ত তিনটি ওয়ার্ডে কাজ করে চলেছেন তিনি। এলাকায় সরেজমিন গিয়ে এবং এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় এই নারী ইউপি সদস্যের নানা কর্মকান্ডের বিষয়ে। খোন্ডা এলাকার মানুষ যখন বিদ্যুৎ এর অভাবে কষ্ট পাচ্ছিলেন, সেলিনা আক্তার তখন উপজেলা থেকে প্রানান্ত চেষ্টার মাধ্যমে সেখানে সোলার স্ট্রিট লাইট স্থাপন করেন।
এছাড়া, তার এলাকার অবহেলিত ও দুঃস্থ মানুষদের বয়স্ক ভাতা প্রদানে সত্যিকার অর্থে যারা এগুলি পাবার যোগ্য তাদেরকে নির্বাচিত করে বিরুলিয়া ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তাদেরকে কার্ড করে দেবার ব্যবস্থা করেছেন। শ্যামপুর, খোন্ডা, বাগ্নীবাড়ী এলাকার বিধবাদের বিধবা ভাতা প্রদানেও যার জন্য যতটুকু নিয়মানুযায়ী করা যায় তিনি করেছেন।
কিছুদিন আগে, ছোট ওয়াইলা বায়তুল আকরাম জামে মসজিদের জন্য জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে উপজেলার মাধ্যমে তিনি নিজ উদ্যোগে ৩০ হাজার টাকা অনুদান এনে দেন।তার ওয়ার্ডে বৃক্ষ রোপন আন্দোলন প্রোগ্রামের সাথে সম্পৃক্ত থেকে চারা গাছ লাগানোয় সচেতনতা সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২০১৮-২০১৯ ইং অর্থবছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি)
২য় পর্যায়ের বাগ্নীবাড়ী পিপুলিয়া থেকে গোদারীঘাট পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়নে সরকারী বরাদ্দ হিসেবে আসা ১১ লাখ ২০ হাজার টাকার কাজটি সুন্দর ভাবে সম্পন্ন করেন এই মহিলা ইউপি সদস্য।বর্তমানে বিরুলিয়ায় একটি বৃদ্ধাশ্রম নির্মাণে অন্যান্য সকলের সাথে ইউপি সদস্য সেলিনা আক্তার সম্পৃক্ত রয়েছেন বলে জানান।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম