নিজস্ব সংবাদদাতাঃ
সাভার মডেল থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (উত্তর) এর অফিসার ইনচার্জ এএফএম সায়েদ। তিনি সাবেক ওসি আব্দুল আউয়ালের স্থলাভিষিক্ত হয়েছেন। এদিকে ওসি আব্দুল আউয়াল ঢাকা জেলা পুলিশের ডিআইও ওয়ান হিসেবে যোগদান করেছেন।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (উত্তর) এর অফিসার ইনচার্জ হিসেবে এএফএম সায়েদ দায়িত্ব গ্রহণের আগে তিনি আশুলিয়া থানার সেকেন্ড অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রবিবার দুপুরে সদ্য নিযুক্ত সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএফ সায়েদকে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী ওসি আব্দুল আউয়াল। এসময় নতুন অফিসার ইন-চার্জকে ফুল দিয়ে বরণ করে নেন সাভার মডেল থানা পুলিশ ও ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তাবৃন্দ। এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল-তাহমিদুল ইসলাম, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) ওসি (তদন্ত) মোঃ আবুল বাশার, সাভার মডেল থানার ওসি (তদন্ত) সওগতুল ইসলামসহ পুলিশ কর্মকর্তাগণ।
দায়িত্ব গ্রহণকালে এএফএম সায়েদ বলেন, আমি সাভার মডেল থানার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার চেষ্টা করবো। এলাকার সাধারণ মানুষের যে কোনো সমস্যা সমাধানে সচেষ্ট হবো। থানায় যে কোন অভিযোগ নিয়ে আসা আগন্তুকের জন্য থাকবে আলাদা সেবাসহ ভিন্ন আরও কিছু সহজ উদ্যোগ।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের ওসি (উত্তর) হিসেবে দায়িত্ব পালনকালে এএফএম সায়েদ সাভার, আশুলিয়া ও ধামরাই থানার আইনশৃংখলা উন্নয়নে এবং সন্ত্রাস, মাদক ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে সক্রিয় ভূমিকার কারণে পুলিশ প্রশাসনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
এএফএম সায়েদ খুলনা শহরের মিয়া পাড়ার হাজী মোঃ ইসমাইল হোসেনর ৪ পুত্রের মধ্যে দ্বিতীয়। তিনি খুলনা শহরের সুন্দরবন আদর্শ কলেজ থেকে প্রথম শ্রেণীতে ইন্টারমিডিয়েট পাশ করার পর খুলনা আযম খান কমার্স কলেজ থেকে হিসাব বিজ্ঞানে কৃতিত্বের সঙ্গে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে মাস্টার্স সম্পন্ন করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক পুত্র সন্তানের জনক।
অপরদিকে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল বাশার খুব শীঘ্রই ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পাচ্ছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম